১৯ বছর আগে ক্যানভাসে ঐশ্বর্যকে আঁকছেন রণবীর কাপূর, ছবি ভাইরাল
ABP Ananda, web desk | 04 Nov 2016 12:48 PM (IST)
মুম্বই: সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ঘিরে বর্তমানে প্রচারের আলোয় রণবীর কাপূর ও ঐশ্বর্য রাই। সিনেমায় তাঁদের কেমিস্ট্রি ও একটি আকর্ষণীয় ফটোশ্যুট ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। কিছুদিন আগে রণবীর ও ঐশ্বর্যর পুরানো দিনের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ওই ছবিতে ‘আ অব লৌট চলে’ সিনেমার সেটে লাজুর রণবীরকে ঐশ্বর্যর সঙ্গে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। আর এবার একটি ছবি পোস্ট করলেন রণবীরের মা নীতু কাপূর। এতে দেখা যাচ্ছে, মেঝেতে বসে ছবি আঁকছেন রণবীর। তাঁর সামনে বসে রাই-সুন্দরী। ঐশ্বর্যর ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলছেন রণবীর। ঐশ্বর্যর জন্মদিনে ছবিটি ইন্সস্টাগ্রামে পোস্ট করেন নীতু। ১৯৯৭-এ ‘আ অব লৌট চলে’ সিনেমার শ্যুটিং চলাকালে ঐশ্বর্য রণবীরের জন্য পোজ দিয়েছিলেন। এই সিনেমার ফ্লোরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন রণবীর। ছবির পরিচালক ছিলেন ঋষি কাপূর। ঐশ্বর্যর সঙ্গে ববি দেওল সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন।