বিএসএফ-এর চাকরির পরীক্ষায় টপার, ভারতকে সুরক্ষা দিতে চান কাশ্মীরের এই ‘ওয়ানি’
Web Desk, ABP Ananda | 12 Sep 2016 10:43 AM (IST)
নয়াদিল্লি: হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি সম্পর্কে এখন প্রায় সকলেই জানেন। কাশ্মীরের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির শুরুই যার মৃত্যুকে কেন্দ্র করে। কিন্তু রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন কাশ্মীরেরই অন্য এক ওয়ানি। তাঁর পুরো নাম নাবিল আহমেদ ওয়ানি। জম্মু কাশ্মীরের উধামপুরের বাসিন্দা নাবিল বিএসএফ টপার। তাঁর একমাত্র উদ্দেশ্যই হল ভারতকে সুরক্ষা দেওয়া। গতকাল তিনি রাজনাথের সঙ্গে দেখা করে, তাঁর এই ব্যক্তিগত ইচ্ছের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নাবিল সকলের কাছে অনুপ্রেরণা হওয়া উচিত্। রাজনাথের সঙ্গে দেখা করতে ওয়ানির সঙ্গে গতকাল বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে.কে শর্মাও গিয়েছিলেন। ওয়ানি রাজনাথের সঙ্গে দেখা করে জানিয়েছেন কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। তরুণ বা তরুণীদের মধ্যে শিক্ষার যথাযথ ব্যবস্থার অভাব। ফলে তাঁরা চাকরি পান না। তাঁদের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। শিক্ষাই এই সমস্যার মূল সমাধান বলে মনে করেন তিনি। ওয়ানি, বর্তমানে যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, আর কয়েকদিনের মধ্যেই বিএসএফ-এ যোগ দেবেন। ওয়ানি মনে করেন পাথর ছুঁড়ে নয়, হাতে কলম তুলেই শান্তি স্থিতিশীলতা ফেরানো সম্ভব।