কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নাবিল সকলের কাছে অনুপ্রেরণা হওয়া উচিত্। রাজনাথের সঙ্গে দেখা করতে ওয়ানির সঙ্গে গতকাল বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে.কে শর্মাও গিয়েছিলেন।
ওয়ানি রাজনাথের সঙ্গে দেখা করে জানিয়েছেন কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। তরুণ বা তরুণীদের মধ্যে শিক্ষার যথাযথ ব্যবস্থার অভাব। ফলে তাঁরা চাকরি পান না।
তাঁদের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। শিক্ষাই এই সমস্যার মূল সমাধান বলে মনে করেন তিনি। ওয়ানি, বর্তমানে যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, আর কয়েকদিনের মধ্যেই বিএসএফ-এ যোগ দেবেন। ওয়ানি মনে করেন পাথর ছুঁড়ে নয়, হাতে কলম তুলেই শান্তি স্থিতিশীলতা ফেরানো সম্ভব।