নয়াদিল্লি: যাঁরা নিয়মিত যোগাসন করেন, তাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। আজ যোগ দিবসে এমনই দাবি করলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিশ্চিত, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মেয়াদকালে যেভাবে সারা দেশ ও বিশ্বে যোগাসন ছড়িয়ে পড়েছে, তাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য হচ্ছে। যাঁদের যোগাভ্যাস রয়েছে, তাঁদের করোনা হওয়ার আশঙ্কা কম।’
আজ সকালে গোয়ার পানাজির কাছে নিজের গ্রামের বাড়িতে যোগাসন করেন আয়ুষ মন্ত্রী। এরপর তিনি বলেন, ‘আজ লেহতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য সেই অনুষ্ঠান বাতিল করা হয়। সবাইকে বাড়িতে থেকে সামাজিক দূরত্ব মেনে যোগাসন করার পরামর্শ দেওয়া হয়। আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই বাড়িতে থেকে যোগাসন করেছেন। যোগাসন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শ্বাসতন্ত্রের উন্নতি হয়।’
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত উত্তর গোয়া জেলায় নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘যোগাসনের সাহায্যে বাইরের কোনও কিছু নিয়ন্ত্রণ করা যায় না। তবে যোগাসনের মাধ্যমে একজন ব্যক্তির শরীরের অভ্যন্তরে বদল আসে। সংশ্লিষ্ট ব্যক্তি সবকিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন। তাই সবারই স্বাস্থ্যবান জীবনযাপনের পথ বেছে নেওয়া উচিত।’
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, ‘এ বছরের যোগ দিবসের লক্ষ্য বাড়িতে থেকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা। এবারের আন্তর্জাতিক যোগ দিবসে সবাই শপথ নিন, প্রতিদিন অন্তত এক ঘণ্টা যোগাসন করবেন। সবারই যোগাসনের অভ্যাস গড়ে তোলা উচিত।’
নিয়মিত যোগাসন করলে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়, দাবি আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2020 03:59 PM (IST)
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত উত্তর গোয়া জেলায় নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -