মুম্বই: ফারুক আবদুল্লাকে তোপ প্রবীণ তোগাড়িয়ার। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই, ভারত ও পাকিস্তানের মধ্যে যত যুদ্ধই হোক না কেন, এটাই সত্য, তা বদলাবে না, ফারুকের এই মন্তব্যে জোর আপত্তি তুলেছে বিভিন্ন মহল। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুকের বক্তব্য খারিজ করার পাশাপাশি স্বাধীন কাশ্মীর-এর দাবিদারদেরও নিশানা করে বিশ্ব হিন্দু পরিষদের অস্থায়ী আন্তর্জাতিক সভাপতি তোগাড়িয়া বলেছেন, কাশ্মীর অবিচ্ছেদ্য অংশ ভারতের। যারা স্বাধীন কাশ্মীর চাইছে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত, নয়তো সীমান্তে এ কে-৪৭ হাতে পাহারায় থাকা আমাদের নিরাপত্তা বাহিনীর জওয়ানরাই ওদের মোকাবিলা করবে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর গুজরাত সফরে একের পর এক মন্দিরে যাওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, রাহুল গাঁধী দেখছি গুজরাতে ঘনঘন মন্দিরে যাচ্ছেন। এতে হিন্দুদের জয় দেখছি আমি।