এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্যুইটারে কানিমোজির ভাই ডিএমকে প্রধান স্ট্যালিন ট্যুইটারে লেখেন, 'কেবল হিন্দি বলাই কি ভারতীয় হওয়ার মাপকাঠি? এটা ইন্ডিয়া নাকি হিন্ডিয়া?'
এই ঘটনায় কানিমোজির থেকে সমস্ত তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে সিআইএসএফ। সেই সঙ্গে তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে, সিআইএসএফ কখনোই একটি বিশেষ ভাষাকে প্রাধান্য দিতে পারে না।
কানিমোজির এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।কানিমোজির এই অভিজ্ঞতাকে অনভিপ্রেত কিন্তু 'অস্বাভাবিক নয়' বর্ণনা করেন তিনি। চিদম্বরম বলেন, 'আমাকেও একাধিকবার কোনও সরকারি বৈঠকে হিন্দি বলতে বলা হয়েছে। হিন্দি ও ইংরাজিকে সরকারি ভাষা হিসাবে গণ্য করা হলে সমস্ত কর্মচারীর এই ২টি ভাষা জানা উচিত। হিন্দি বা ইংরাজি না জানলে ভাষা শিক্ষা হওয়া উচিত।'