নয়াদিল্লি: এ মাসের ১১ তারিখ পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাঁরা যাবেন, তাঁদের সবাইকে সন্ত্রাসবাদী হিসেবে দেখা উচিত এবং কালো তালিকাভুক্ত করা উচিত। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, ‘যাঁরা ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন তাঁদের সবাইকে খারাপ নজরে দেখা উচিত। তাঁদের কালো তালিকায় ফেলে দেওয়া উচিত। তাঁদের সন্ত্রাসবাদী হিসেবেই দেখা উচিত।’


ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক কপিল দেব ও সুনীল গাওস্কর, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে পঞ্জাবে কংগ্রেসের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু ও বলিউড অভিনেতা ইমরান খানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। সিধু জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক নেতা না, বন্ধু ইমরানের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি পাকিস্তানে যাবেন। কপিলও যেতে পারেন বলে খবর। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, পাকিস্তানে নয়া প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু কপিল-গাওস্করদের পাকিস্তানে যাওয়া নিয়ে আপত্তি রয়েছে স্বামীর।

পাকিস্তানের সাংবাদিক মোনা আলম জানিয়েছেন, ইমরানের রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করবেন ইমরান। এই অনুষ্ঠানে কোনওরকম জাঁকজমক থাকবে না। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানালে খরচ বেড়ে যাবে বলে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। শুধু ইমরানের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁরা পাক সরকারের অতিথি হবেন। তাঁদের যাবতীয় খরচ জোগাবেন স্বয়ং ইমরান। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা ব্যক্তিদের শুধু চা-বিস্কুট দেওয়া হবে।