নয়াদিল্লি: পাকিস্তানের জয়ে যারা উল্লাস করছে তাদের সে দেশে গিয়ে থাকা উচিত। এমনই মন্তব্য করেছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান গৈরুল হাসান রিজভি।
গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের জয়ের পর দেশের কয়েকটি স্থানে উচ্ছাস-উত্সব পালনের খবর পাওয়া গিয়েছে। মীরাটে এ ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন রিজভি।
রিজভি বলেছেন, ভারতের কিছু লোক পাকিস্তানের ওই জয়কে ইদের আগে ইদ বলে মনে করছে। কেউ যদি পাকিস্তানের জয়ে উত্ফুল্ল হয়ে থাকে তাহলে তাদের সে দেশ গিয়ে বসবাস করা উচিত। অথবা যে দেশে তাদের মন পড়ে রয়েছে সেই দেশে তাদের পাঠিয়ে দেওয়া উচিত।
উল্লেখ্য, গতমাসেই জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজভি। উত্তরপ্রদেশে একটি ইফতার পার্টিতে যোগ দিতে এসে তিনি বলেছেন, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি কোনও মন্তব্য না করলে তা ভারতে থেকেও যারা পাকিস্তানের জয় উদযাপন করছে, তাদের সমর্থনের সামিল হত।
জানা গেছে, প্রতিবেশী দেশের জয়ের পর উত্সব পালনের জন্য মধ্যপ্রদেশের ১৫ জনকে দেশগদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কেরলেও এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে ২৩ জনের বিরুদ্ধে একই ধারায় মামলা রুজু করা হয়েছে।
পাকিস্তানের জয়ে যারা উৎসব করছে, তাদের সে দেশে চলে যাওয়া উচিত: রিজভি
ABP Ananda, web desk
Updated at:
22 Jun 2017 12:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -