নয়াদিল্লি: কংগ্রেসকে নিশানা করে জরুরি অবস্থার কথা মনে করালেন নির্মলা সীতারামন। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রীর কটাক্ষ, যে দলটি জরুরি অবস্থা জারি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, আজ তারাই মত প্রকাশের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করছে! তিনি বলেছেন, ওরা পরিবারতন্ত্রের শাসন চালাত, বিরোধী নেতাদের জেলে পুরে রাখত। আর আজ ওরাই প্রশ্ন তুলছে। এটা মানা যায় না।

উত্তরপ্রদেশে শিল্প প্রতিরক্ষা করিডর সম্পর্কে প্রশ্ন করা হলে সীতারামন বলেছেন, মন্ত্রকের কর্তারা এলাকায় সার্ভে করছেন। খুব শীঘ্রই একটি ক্ষুদ্র ও মাঝারি সংস্থা গঠিত হবে।
গেরুয়া পার্টির জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করে তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন বিজেপির মাত্র দুজন সাংসদ ছিলেন। এখন তারাই ২১টি রাজ্যে ক্ষমতায়, আমাদের সরকারের সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রের জন্য।
আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, বিজেপি জাতীয় সংহতির এক বড় মঞ্চ, সব ভারতবাসী, গোটা ভারতের দল। আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, তিন ধরনের মানুষ বিজেপির বিরোধিতা করেছে, বামেরা, কংগ্রেস ও রামমনোহর লোহিয়া বাদে ক্রনিক সমাজবাদীরা। কিন্তু আজ তারা সবাই কোথায়, সেটা স্পষ্ট।

প্রসাদ কটাক্ষ করেন, বামেদের পুরো মতাদর্শটাই বাইরে থেকে আমদানি করা। আমরা ত্রিপুরায় সিপিএমকে মুছে দিয়েছি, কেরল থেকেও পরের ভোটে ওদের উত্খাত করব। বিনয়ের সঙ্গেই কথাটা বলছি। কংগ্রেসকে পরিবারকেন্দ্রিক বলে কটাক্ষ করে তিনি বলেন, প্রতিভা বা ক্ষমতা যা-ই হোক, ওই দলের শীর্ষ নেতৃত্ব একটা পরিবারের হাতেই থাকে, আর বিজেপিতে একটা বুথকর্মীও প্রধানমন্ত্রী হতে পারেন। আমাদের দল এমন মানুষদের এগিয়ে দেয়, এটা আমাদের গর্ব।