নয়াদিল্লি: বিশ্বব্যাঙ্কের সহজে ব্যবসা করা সংক্রান্ত র্যাঙ্কিং নিয়ে বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, যাঁরা একসময় বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই এখন ভারতের র্যাঙ্কিং নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাঁরা বিশ্বব্যাঙ্কের ক্রমতালিকায় ভারতের উন্নতির তাৎপর্য বুঝতে ব্যর্থ। এই কৃতিত্বের সমালোচনা করার বদলে সব দলের একযোগে নতুন ভারত গঠনে সাহায্য করা উচিত।
আজ দিল্লিতে প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের বাণিজ্যের সংস্কারের বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কিছু লোকজন আছেন, যাঁরা ১৪২ থেকে ১০০-য় উন্নতির বিষয়টি বুঝতে পারছেন না। তাঁরাই বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন। এখনও তাঁরা র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁরা কিছুই করেননি, আর এখন যাঁরা কাজ করছেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। কাকতালীয়ভাবে ২০০৪ থেকেই সহজে ব্যবসা সংক্রান্ত র্যাঙ্কিং চালু করেছে বিশ্বব্যাঙ্ক। সেই বছরটা খুব গুরুত্বপূর্ণ। সবাই জানে ২০১৪ পর্যন্ত কারা ক্ষমতায় ছিল।’
বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিংকে কটাক্ষ করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তিনি জিএসটি ও নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন। আজ তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং নিয়ে নাম না করে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2017 01:25 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -