বারাণসী: প্রয়াত প্রাক্তন হকি তারকা মহম্মদ শাহিদের শেষকৃত্য সম্পন্ন হল বৃহস্পতিবার। বারাণসীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শাহিদের সঙ্গে যাঁর জুটি ভারতীয় হকির ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে রয়েছে, সেই জাফর ইকবাল তাঁর বন্ধুকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন। এছাড়া অলিম্পিয়ান অশোক কুমার, সুজিত কুমার, আরপি সিংহ, শাকিল আহমেদ, সর্দার সিংহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং কয়েক হাজার মানুষ হাজির ছিলেন।
বুধবার রাতে দিল্লি থেকে বারাণসীতে নিজের বাড়িতে শাহিদের মরদেহ নিয়ে আসা হয়। তখন থেকেই তাঁর বাড়িতে ভিড় উপচে পড়েছিল। বৃহস্পতিবার জাফর ও অশোক জাতীয় পতাকায় শাহিদের দেহ মুড়ে দেন। এরপর যে মাঠে খেলে বড় হয়েছিলেন এই হকি তারকা, সেই মাঠ থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটি কবরস্থানে তাঁক সমাধিস্থ করা হয়। সেখানে হাজির থাকা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। গভীর আবেগে শাহিদকে শেষ বিদায় জানানো হয়।
এদিন রাজ্যসভার জিরো আওয়ারে শাহিদের প্রসঙ্গ উত্থাপন করে তাঁর পরিবারকে সাহায্যের দাবি জানান বিজু জনতা দলের সাংসদ তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে। তিনি বলেন, ক্রিকেট ছাড়া অন্য খেলার তারকাদের আমরা ভুলে যাচ্ছি। সব দলের সাংসদই তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনও বলেন, রাজ্যসভা তিরকের মতামতকে সমর্থন করছে।
সংসদ বিষয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, কেন্দ্রীয় সরকার শাহিদের চিকিৎসার খরচ বহন করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চোখের জলে শেষ বিদায় মহম্মদ শাহিদকে
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jul 2016 04:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -