চেন্নাই: প্রয়াত জয়ললিতাকে ঘিরে তাঁর অনুগামীদের আবেগের বিস্ফোরণ  দেখা গেল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করার পরদিনও। গতকাল তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শেষযাত্রায় সামিল হয়েছিলেন অগুনতি মানুষ। চোখের জলে নেত্রীকে চিরবিদায় জানান তাঁরা। বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রীর সমাধিস্থলে কাতারে কাতারে হাজির হন হাজারে হাজারে মানুষ। মেরিনা বিচে জয়ললিতাকে শায়িত রাখা হয়েছে তাঁর রাজনৈতিক দীক্ষাগুরু এমজি রামচন্দ্রনের স্মারকবেদীর পাশেই। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পায়ে পায়ে আজ সকাল থেকেই জড়ো হওয়া শুরু করে আমজনতা। চোখে জল নিয়ে আম্মাকে শ্রদ্ধা জানান তাঁরা।


দীর্ঘ লাইনে যেমন ছিলেন এআইএডিএমকে কর্মীরা, তেমনই ছিলেন রাজনীতির সঙ্গে সংশ্রব না থাকা ছাপোষা গৃহস্থেরাও। পরিবারের সদস্যের মৃত্যুতে মাথা মুড়িয়ে শোক প্রকাশের অনুকরণে একদল লোক জয়ললিতার মৃত্যুতে নিজেদের মাথা ন্যাড়া করে ফেলেন স্বজনবিয়োগের যন্ত্রণা প্রকাশ করতে। শোকাহত এক মহিলা জয়ললিতা-ভক্তের হাতের আঙুলে পরা আংটিতে প্রিয় নেত্রীর ছবি। সেই মহিলাকে বলতে শোনা গেল, মানুষের হৃদয়ে রয়ে গেলেন আম্মা।


পুলিশকে ভিড় সামলাতে বেশি ঘাম ঝরাতে হয়নি। শান্তিপূর্ণ ভাবেই জনতা জয়ললিতাকে হারানোর বেদনা জানাচ্ছে। সেই ভিড়েই দেখা গেল তামিল সিনেমার জনপ্রিয় নায়ক অজিত কুমারকে। জয়ললিতাকে তিনি গতকাল শ্রদ্ধা জানাতে পারেননি বিদেশে থাকায়। দেশে ফিরে সটান সমাধিস্থলে হাজির হন অভিনেত্রী-স্ত্রী শালিনিকে  সঙ্গে নিয়ে।


চেনা শোক, আবেগের দৃশ্য ছিল জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনের বাইরেও। সেখানেও ছল ছল চোখে দাঁড়িয়ে থাকেন তাঁর ভক্তরা।  তাঁদের একান্ত ইচ্ছা, নেত্রী চলে গিয়েছেন, তাঁর বাসভবন বেদা নিলয়মকে এবার তাঁর স্মৃতিতে সাজিয়ে সংরক্ষণ শালা তৈরি হোক তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য।