নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণের আশঙ্কা এখন সর্বোচ্চ। মহারাষ্ট্র পুলিশের হুঁশিয়ারিতে সিলমোহর দিয়ে এ কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মর্মে তারা রাজ্যগুলিকে একটি সাবধানবার্তা পাঠিয়েছে, তাতে প্রধানমন্ত্রীর সফরের সময় সিকিউরিটি প্রটোকল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কাছাকাছি কাউকে আসতে দেওয়া যাবে না। এমনকী মন্ত্রী, আমলাদেরও স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র ছাড়পত্র নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যেতে হবে।
একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও সাবধান করে নিরাপত্তা সংস্থাগুলি পরামর্শ দিয়েছে, হয় তাঁকে আগামী বিধানসভা ও লোকসভা ভোটের সময় রোড শোর সংখ্যা কাটছাঁট করতে হবে অথবা কমাতে হবে রোড শোয় থাকার সময়। তাদের আশঙ্কা, রোড শোর সময় ও রাস্তা যেহেতু আগে থেকে জানিয়ে দেওয়া হয়, তাই প্রধানমন্ত্রীর প্রাণের আশঙ্কা বেড়ে যাচ্ছে।
মহারাষ্ট্র পুলিশ এর আগে দাবি করে, কয়েকজন মাওবাদীর কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে খুনের ছক কষেছে তারা। রোড শোয় রাজীব গাঁধীর ধাঁচে তাঁকে খুনের চেষ্টা হবে। গত মাসে পশ্চিমবঙ্গে একজন প্রধানমন্ত্রীর ৬ স্তরের নিরাপত্তা ভেঙে তাঁর সামনে এসে পা ছুঁয়ে প্রণাম করে। সে বিষয়টিও ভাবাচ্ছে গোয়েন্দাদের।
আগামী বছর লোকসভা ভোট, প্রধানমন্ত্রী সবকটি রাজ্যেই বিজেপির প্রচারের প্রধান মুখ থাকবেন। এগুলির মধ্যে রয়েছে নকশাল অধ্যুষিত মধ্য প্রদেশ ও ছত্তিশগড়। তাই স্বরাষ্ট্র মন্ত্রক সবকটি রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর অজানা আশঙ্কা সম্পর্কে সাবধান করে চিঠি লিখেছে।
প্রধানমন্ত্রীর বিপদের আশঙ্কা এখন সর্বোচ্চ, মন্ত্রীদেরও তাঁর সঙ্গে দেখা করতে গেলে এসপিজি-র ছাড়পত্র লাগবে
ABP Ananda, Web Desk
Updated at:
26 Jun 2018 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -