নয়াদিল্লি: মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার শিকার হলেন এইমসের ৩ চিকিৎসক। গতকাল রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ৩ চিকিৎসকের গাড়ি একটি কন্টেনারে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ৩ চিকিৎসক সহ ৪ জন।
ওই চিকিৎসকরা যাচ্ছিলেন দিল্লি থেকে আগ্রায়। যমুনা এক্সপ্রেসওয়ের ওপর সুরির থানা এলাকায় সামনে চলা একটি কন্টেনারে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ৩ চিকিৎসকের ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর আহত হন গাড়ির চালক সহ ৪ জন।
মৃতদের নাম যশপাল, হর্ষদ ও হেমবালা। আহত হয়েছেন আরও ৩ চিকিৎসক, তাঁরা হলেন ক্যাথরিন, মহেশ ও অভিনব। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, এইমসের ৩ চিকিৎসকের মৃত্যু
ABP Ananda, Web Desk
Updated at:
18 Mar 2018 09:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -