মুম্বই: মুম্বইয়ের মঙ্গলবার বিমানবন্দরের কাছে এক বেসরকারি বিমান পরিবহণ সংস্থার পাইলট একটি ড্রোন উড়তে দেখেছিলেন। এরপরই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ইউনিট-১১ রাহুল রাজকুমার জয়সওয়াল (২৪), রানা সুভাস সিংহ (২৫) এবং বিধিচাঁদ জয়সওয়ালকে গ্রেফতার করেছে।
দেহরাদূন থেকে আসার পথে ইন্ডিগো-র ওই পাইলট মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় তাঁর বিমানের ১০০ ফুট নিচে একটি ড্রোনকে উড়তে দেখেছিলেন। ঘটনাটি তিনি কর্তৃপক্ষকে জানান।  মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটায় তিনি ওই ড্রোনটিকে দেখেছিলেন।
তদন্তে জানা গেছে, মুম্বইয়ের পশ্চিমের শহরতলি চারকোপ এলাকায় একটি সিনেমার শ্যুটিংয়ের প্রস্তুতি হিসেবে একটি ড্রোনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছিল। সিনেমার আসল শ্যুটিং পরে শুরু হওয়ার কথা।
পাইলটের কাছ থেকে ড্রোন ওড়ার খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ।অভিযুক্তদের কাছ থেকে ওই ড্রোন ক্যামেরা ও একটি আই-প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে, রাহুল ও রানা ক্যামেরা পরিচালনা করছিল। আর বিধিচাঁদের ড্রোন ভাড়া দেওয়ার ব্যবসা রয়েছে।
ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের চারপোক থানার হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুম্বইয়ে ড্রোনের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।