রায়পুর: ছত্তীসগঢ়ের যশপুর জেলায় গোমাংস রাখা এবং বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে ছত্তীসগঢ়ের কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশু সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের স্থানীয় আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নারায়ণপুর থানার স্টেশন হাউজ অফিসার অনিতা প্রভা মিঞ্জ বলেছেন, ধৃতদের নাম সরফরাজ হুসেইন (৩০), গুলাব মাহিল (২৭) ও পাস্কাল মিঞ্জ (৪০)। তাদের মধ্যে সরফরাজ ও গুলাব গোমাংস বিক্রেতা। তারা ওড়িশার সুন্দরগড় জেলা থেকে ৮০ কেজি গোমাংস নিয়ে এসেছিল। একটি বড় ড্রামে প্লাস্টিকের ব্যাগে এক কেজি করে মাংস রাখা হয়েছিল। পাস্কাল মাংসের ক্রেতা। তাদের কার্যকলাপে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। জেরার মুখে নিষিদ্ধ মাংস নিয়ে আসার কথা স্বীকার করে সরফরাজরা। তাদের বয়ানের ভিত্তিতে পাস্কালের বাড়িতে তল্লাশি চালিয়ে মাংস উদ্ধার হয়। পরীক্ষা করে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা মাংস গরুর।
ছত্তীসগঢ়ে গোমাংস রাখা, বিক্রির অভিযোগে গ্রেফতার ৩
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2017 05:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -