অনন্তনাগ: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)।


রাজ্য পুলিশের আইজি মুনীর খান জানান, এই তিনজন হামলাকারী লস্কর-ই-তৈবা জঙ্গিদের মদত দিয়েছিল। পুলিশ জানিয়েছে, চার হামলাকারী জঙ্গিকে গাড়ি ও থাকার বন্দোবস্ত করে দিয়েছিল ধৃতেরা।


পুলিশ জানায়, ধৃত তিনজন – বিলাল আহমেদ রেশি, আউজাজ ওয়াগে এবং জহুর আহমেদ অমরনাথ যাত্রাপথের বিভিন্ন জায়গা পরিদর্শন করে খানবালের নিকট বোতেঙ্গোকে নির্বাচিত করে হামলার জন্য।


পাশাপাশি, দক্ষিণ কাশ্মীরে শ্রীগুফওয়াড়া এবং খুদওয়ানিতে চার জঙ্গির থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দেয় এই তিনজন। প্রসঙ্গত, বিলালের দাদা আদিল—সন্দেহভাজন লস্কর জঙ্গি ছিল। চলতি বছরের গোড়ায় নিরাপত্তাবাহিনীর গুলিতে সে মারা যায়।


পুলিশ জানিয়েছে, পাক জঙ্গি আবু ইসমাইলের নেতৃত্বে চার লস্কর জঙ্গি প্রথমে গত ৯ জুলাই অমরনাথ পূন্যার্থীদের ওপর হামলা চালানোর চেষ্টা চালায়। কিন্তু, নিরাপত্তা আঁটোসাঁটো হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।


কিন্তু পরের দিন, অর্থাৎ ১০ তারিখ, অনন্তনাগে তারা তীর্থযাত্রীদের বাসে হামলা চালায়। ৮ জনের মৃত্যু হয়। হামলাকারীদের মধ্যে ইসমাইল ছাড়াও ছিল ইয়াবর। সে লস্করের হয়ে লোক নিয়োগ করত। ইসমাইল ও ইয়াবরের ছবি প্রকাশ করেছে পুলিশ। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।