আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট, মাথা চেয়ে ইনাম ঘোষণা, তিনজনের বিরুদ্ধে মামলা
ABP Ananda, web desk | 13 Jun 2017 02:25 PM (IST)
নয়াদিল্লি: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট, মাথা চেয়ে ১ কোটি টাকার ইনাম ঘোষণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তিন অভিযুক্ত সুশীল যাদব, সুনীল কুমার যাদব এবং সৈয়দ রহমান ইলিয়াসকে অবশ্য এখনও গ্রেফতার করা হয়নি। লখনউয়ের সিটি কোতওয়ালি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সূর্যকান্ত দ্বিদেবী জানিয়েছেন, ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অ্যাডভোকেট রাজপাল সিংহ। তিনি অভিযোগ করেন, গত জুন আদিত্যনাথের একটি আপত্তিকর ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সুশীল যাদব। ওই ছবিতে কমেন্টস-এ অভব্য ভাষা ব্যবহার করেন সুনীল কুমার যাদব। সুনীল মুখ্যমন্ত্রীকে খুন করতে পারলে ইনামও ঘোষণা করেন। ইলিয়াস ওই ছবিটি লাইক করেন।