শ্রীনগর: তুষারধসের মধ্যে আটকে পড়েছেন শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর জওহর টানেলের পাশে কর্তব্যরত ১০ পুলিশকর্মী। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার করার প্রক্রিয়া জোরকদমে চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, শুক্রবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকার্য।
[gallery ids="556128"]
ঝোড়ো হাওয়া, বরফের চাঁই ও প্রতিকূল আবহাওয়ার জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছতে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলগাম জেলায় ভারী তুষারধস নামে। তাতে জওহর টানেলের কাজিগুন্ড দিকের উত্তরমুখী দ্বারের কাছে প্রহরারত পুলিশকর্মীদের পোস্টটি পুরোপুরি বরফের মধ্যে চাপা পড়ে। ঘটনার সময় ২০ জন পুলিশকর্মী ছিলেন। ১০ জন কোনওমতে নিরাপদ স্থানে পৌঁছতে পারলেও, বাকি ১০ জন আটকে পড়েন।
অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ অঞ্চলে তুষারধসে চাপা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তবে, উদ্ধারকারী দল তাঁদের দুই সন্তানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রসঙ্গত, বুধবার থেকেই গোটা কাশ্মীর উপত্যকায় ভারী তুষারপাত হচ্ছে। এর মধ্যে দক্ষিণ কাশ্মীরের কুলগামের পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টার তুষারপাত ও ধসে বহু জায়গা বরফের নীচে চাপা পড়েছে। কয়েকটি জায়গা ৫ ফুট পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে। রাজ্যের ২২ জেলার মধ্যে ১৬টিতেই প্রবল তুষারপাত ও তুষারধসের সতর্কতা জারি করেছে প্রশাসন।