কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ৩ সিআরপি জওয়ান
Web Desk, ABP Ananda | 26 Sep 2016 06:32 PM (IST)
শ্রীনগর: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবারের হামলায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান। জানা গিয়েছে, এদিন ওয়ানপো অঞ্চলে প্রহরারত জওয়ানদের লক্ষ্য করে আচমকা গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। এতে আহত হন তিন সিআরপি জওয়ান। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে জোর তল্লাশি। অন্যদিকে, কিশতোয়ার জেলায় জারি হওয়া কারফিউ দুদিনে পড়ল। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর-ছোঁড়ার অভিযোগে শনিবার রাতে তিন হুরিয়ত নেতাকে গ্রেফতার করা হয়। এর সঙ্গে সঙ্গে জেলায় কারফিউ জারি করে প্রশাসন। এর প্রতিবাদে পাল্টা বনধের ডাক দেয় কিছু সংগঠন। তবে, ডোডা এবং বাদেরওয়া শহরে আংশিক ধর্মঘট পালিত হয়।