নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নিহত হওয়ার ঘটনা এ বছর ৩ গুণ বেড়েছে। সেখানে নিরাপত্তা রক্ষীদের মৃত্যুর সংখ্যা ২০১৬-এ বেড়েছে ৮০ শতাংশ। লোকসভায় এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।


একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির জানিয়েছেন, এ বছর জম্মু ও কাশ্মীরে মৃত্যু হয়েছে ১৪০ জন জঙ্গির। গত বছর সংখ্যাটা ছিল ৪৬। সন্ত্রাসবাদীদের গ্রেফতার এবং আত্মসমর্পণের সংখ্যাটাও বেড়ে হয়েছে ৭৬। গত বছর যা ছিল ১০।

এ বছর জম্মু ও কাশ্মীরে মারা গিয়েছেন ৭১ জন সেনা জওয়ান। যা গত বছরের থেকে প্রায় ৭ গুণ বেশি। গত বছর সংখ্যাটা ছিল ৩৯, ২০১৪-এ সেই সংখ্যাটা ছিল ৪৭, ২০১৩-এ ৫৩। নিরাপত্তা রক্ষীদের আহত হওয়ার সংখ্যা বেড়েছে ১০০ শতাংশ। গত বছর ১০৩ জন আহত হয়েছিলেন। এ বছর সংখ্যাটা এখনই ২০৮।

জঙ্গি হামলার ঘটনাও বেড়েছে এ বছর। নভেম্বর পর্যন্ত ৩০৫ টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে জম্মু কাশ্মীরে। গত বছরে সংখ্যাটা ছিল ২০৮।