হায়দরাবাদ: গাড়ির মধ্যে আটকে পড়ে দমবন্ধ হয়ে মারা গেল তিনটি শিশুকন্যা, যাদের বয়স ৬ থেকে ৮ বছর। জানা যাচ্ছে, এরা অসম ও পশ্চিবঙ্গের পরিযায়ী শ্রমিক পরিবারের মেয়ে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

পুলিশসূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণা জেলার রেমালে গ্রামে ঘটেছে ঘটনাটি। বাপুলাপাদু মন্ডল এলাকার শ্রমিক বস্তির সামনে রাস্তায় একটি গাড়ির দরজা খোলা পেয়ে তাতে খেলার ছলে ঢুকে পড়ে অপ্সরা, ইয়াসমিন ও পারভীন নামে তিন শিশুকন্যা। গাড়ির মালিক ভুলক্রমে পিছনের দিকের দরজা খোলা রেখে চলে গিয়েছিলেন, সেখান দিয়েই তারা গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়ির অটোমেটিক লক সিস্টেমের কারণেই কোনও ভাবে দরজা পাকাপাকি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও শিশুরা গাড়ি থেকে নামতে পারেনি। দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়। তদন্তরত সার্কেল ইনস্পেক্টর ডি ভি রামানা জানিয়েছেন শিশুরা যে শ্বাসকষ্টের কারণে বেপরোয়া হয়ে গাড়ি থেকে বেরনোর চেষ্টা করেছিল তার প্রমাণ মিলেছে গাড়িতে। শিশুদের বাবা-মা জানিয়েছেন প্রায় ঘন্টাখানেকর উপর শিশুদের দেখতে না পেয়ে তাঁরা খুঁজতে বেরোন। শেষটায় তাদের গাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। মনে করা যেতে পারে ২০১৯ সালের মে মাসে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল বিশাখাপত্তনমে। আমজারি পার্কে নাভাল অফিসারদের কোয়ার্টারে বাবা পরিচারকের কাজ করতে গেলে বাইরে একটি গাড়িতে আটকে পড়ে তাঁর ছেলে। গাড়ির ভিতরেই তার মৃত্যু হয়।