তিরুপতি (অন্ধ্রপ্রদেশ): তিনটি সোনার মুকুট গায়েব তিরুপতির মন্দির থেকে। তিরুপতির শ্রী গোবিন্দরাজা স্বামীর মন্দিরের ওই তিনটি মুকুটের সব মিলিয়ে ওজন ১.৩ কেজি।
মুকুটগুলি শোভা পেত ভগবান প্রাচীন মন্দির কমপ্লেক্সের ভিতর বেঙ্কটেশ্বর, শ্রী লক্ষ্মী ও শ্রী পদ্মাবতীর মূর্তিতে। শনিবার রাতে সেগুলি আচমকা নিখোঁজ হয়ে যায় বলে জানান তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) এক নিরাপত্তা অফিসার। ভিতরে বসানো নজরদারি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে অপরাধীদের চিহ্নিত করতে। টিটিডি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে। তারা তদন্ত শুরু করেছে বলে জানান ওই অফিসার। পুলিশ জানিয়েছে, তারা মামলা রুজু করেছে, যদিও কেউ গ্রেফতার হয়নি এখনও।