চার বছর ধরে ধর্ষণ, ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার আত্মীয় সমেত ৩, কিশোরীর কাঠগড়ায় আরও ৮
Web Desk, ABP Ananda | 14 Jan 2019 02:52 PM (IST)
হায়দরাবাদ: গত ৪ বছর ধরে তাকে নানা সময়ে ধর্ষণ করা হয়েছে বলে ১৬ বছরের একটি মেয়ের অভিযোগের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর তিনজনকে গ্রেফতার করেছে হায়দারাবাদ পুলিশ। এদের মধ্যে তার এক আত্মীয় আছে। মেয়েটির দাবি, ২০১৫ সালে একদিন তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে তার বাড়ির একতলার বাসিন্দা ওই আত্মীয়। পরে সে, তার দুই বন্ধু একাধিকবার তাকে ধর্ষণ করে, শারীরিক মিলনের রেকর্ড করা ছবি দেখিয়ে ব্ল্যাকমেলও করে। গ্রেফতার তিনজন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন এসিপি (চার্মিনার ডিভিশন) বি আনজাইয়া। নিগৃহীতার আরও চাঞ্চল্যকর দাবি, ওই তিনজনই শুধু নয়, এক ‘পঞ্চ’ সাক্ষী সমেত আরও ৮ জন তাকে যৌন নিগ্রহ করেছে বলেও দাবি মেয়েটির। অপরাধস্থল ঘুরে দেখে আসা রিপোর্টে সাক্ষী হিসাবে সই করার জন্য যাকে পুলিশ ব্যবহার করে, তাকেই বলা হয় পঞ্চ সাক্ষী। এই নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাতে তদন্ত আরও ভালভাবে হয়, সেজন্য এসিপি পদমর্যাদার এক মহিলা পুলিশ অফিসার তার ভার নিয়েছেন বলে জানান আনজাইয়া। গতকাল এখানকার কামাতিপুরা থানার বাইরে একদল লোক ঘটনাটি নিয়ে বিক্ষোভ দেখায়।