শ্রীনগর: গত বছর আজকের দিনে খতম হয় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি। সেই উপলক্ষ্যে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীর জুড়ে অশান্তি করতে পারে আশঙ্কায় উপত্যকা জুড়ে কারফিউয়ের মত কড়াকড়ি জারি করেছে প্রশাসন। অথচ এরই মধ্যে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হানায় জখম হয়েছেন তিনজন সেনা কর্মী।
পুলিশ জানিয়েছে, ওই জওয়ানরা গাড়ি করে রাস্তায় টহল দিচ্ছিলেন। তখনই অতর্কিতে তাঁদের ওপর হামলা চালিয়ে পালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।
এরই মধ্যে পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় আজ সকালে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। এতে প্রাণ হারিয়েছেন দুই স্বামী স্ত্রী। জানা গিয়েছে, মৃতরা হলেন সেনা কর্মী মহম্মদ সওকাত ও তাঁর স্ত্রী সাফিয়া বি। ছুটি নিয়ে সওকাত বাড়ি এসেছিলেন। পাকিস্তান ওই এলাকায় এমনভাবে গোলা দাগছে ও গুলি চালাচ্ছে, যে কোনও অ্যাম্বুলেন্সও তাঁদের দেহ উদ্ধারে যেতে পারেনি। ওই এলাকা দিয়ে জঙ্গি ঢোকাতে তারা এইভাবে হামলা চালাচ্ছে বলে প্রতিরক্ষা সূত্রে খবর। ভারতীয় সেনাও মুখের মত জবাব দিচ্ছে।
বুরহানের খতম হওয়ার ১ বছর উপলক্ষ্যে কাশ্মীরে যাতে অশান্তি ফের দানা পাকিয়ে না উঠতে পারে, সে জন্য গতকাল তার শহর ত্রালে পুলিশ মানুষের ঘোরাফেরার ওপর নিয়ন্ত্রণ জারি করে। উপত্যকা জুড়ে সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে, আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে আজকের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে জানাননো হবে, কবে পরীক্ষা হবে। আজ গোটা দিন বন্ধ থাকবে বারামুলা থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল।
অত্যন্ত সংবেদনশীল এলাকা বারামুলা জুড়েও চলছে একইরকম নিরাপত্তার কড়াকড়ি। সব বিচ্ছিন্নতাবাদী নেতাকে হয় গৃহবন্দি করা হয়েছে, নয়তো আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে।
নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাকিস্তানের গুলিতে মৃত ১ সেনা কর্মী সহ ২, বান্দিপোরায় জঙ্গি হানায় আহত ৩ জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 09:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -