বিহারের গ্রামে গরু চোর সন্দেহে পিটিয়ে খুন ৩
Web Desk, ABP Ananda | 19 Jul 2019 01:55 PM (IST)
দুজনকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলে তারা। জখম তৃতীয়জনকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথেই সে মারা যায়।
ছাপরা: তিনজনকে গরু চোর সন্দেহে মারধর বিহারের সরণ জেলার এক গ্রামে। তিনজনেরই মৃত্যু হয়েছে বানিয়াপুর থানার অন্তর্গত পয়গম্বপুর গ্রামে শুক্রবারের ভোরের এ ঘটনায়। গণপিটুনিতে নিহতদের শনাক্ত করা হয়েছে। পুলিশ সুপার হর কিশোর রাই জানিয়েছেন, এরা হল রাজু নাত, বাইদস নাত ও নৌশাদ কুরেশি। সকলেই ওই গ্রামের বাসিন্দা। তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই অভিযোগে তিনজনকেই মারধর করে উত্তেজিত গ্রামবাসীরা। দুজনকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলে তারা। জখম তৃতীয়জনকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথেই সে মারা যায়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ অফিসারটি।