কাশ্মীরে গ্রেফতার আরও তিন জঙ্গি, আত্মসমর্পণ করলে পুনর্বাসন, ফের বলল পুলিশ
ABP Ananda, web desk
Updated at:
16 Oct 2017 05:40 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে গ্রেফতার আরও তিন জঙ্গি। তাদের মধ্যে দুজন লস্কর-ই-তৈবার সদস্য, অন্যজন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। গত তিনদিনে দক্ষিণ কাশ্মীর থেকে এই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির খান।
খান জানিয়েছেন, গত ১৪ অক্টোবর কাজিকুন্দ এলাকার কুন্দে নিরাপত্তী রক্ষীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশে গুলি ছোঁড়ে দুই জঙ্গি। কিন্তু স্থানীয়দের চিত্কার-চেঁচামেঁচিতে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। এই খবর পেয়ে ওই দুজনকে ধরতে পুলিশ, সেনা ও সিআরপিএফ চেকপয়েন্ট তৈরি করে। এরপর মোটরসাইকেলে করে পালানোর সময় ওই দুই জঙ্গিকে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করা হয়।
খান বলেছেন, ধৃত দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম খুরশিদ আহমেদ দার, হাজিক রাদার। এরা লস্করের সদস্য।
অন্যদিকে, কুলগামের একটি মেডিক্যাল এজেন্সির কর্মী রামিজ ইয়াতু নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। খান জানিয়েছেন, গত শনিবার দমহাল হাঞ্জিপুরায় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় জঙ্গিদের সাহায্য করেছিল ইয়াতু। সে হিজবুলের হয়ে কাজ করত।
খান স্থানীয় জঙ্গিদের আত্মসমর্পণের জন্য ফের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের সাহায্য করা হবে। তিনি বলেছেন, গুলি বিনিময়ের সময়ও কোনও জঙ্গি আত্মসমর্পণ করলে তা মেনে নেওয়া হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -