শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ফের সাফল্য ভারতীয় সেনার। আজ অনন্তনাগ জেলায় তিন অজ্ঞাতপরিচয় জঙ্গিকে নিকেশ করলেন সেনা জওয়ানরা। খতম হওয়া জঙ্গিদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত এক জঙ্গির নাম ঈশা ফাজিল। তার বাড়ি শ্রীনগরে। অপর এক জঙ্গির নাম সৈয়দ ওয়েইস। তার বাড়ি অনন্তনাগ জেলার কোকেরাং অঞ্চলে। তৃতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।


এক সেনা আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে অনন্তনাগের হাকুরা অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু হয়। দীর্ঘক্ষণ জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই চলে। আজ ভোরের আলো ফোটার আগেই সাফল্য আসে। সেনাবাহিনীর কোনও জওয়ান আহত হননি। খতম হওয়া তিন জঙ্গির একজন সম্প্রতি শ্রীনগরে পুলিশের উপর হামলার সঙ্গে যুক্ত ছিল।

জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কোনও ঝুঁকি না নিয়ে ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও আজ স্থগিত রাখা হয়েছে। অন্যদিন পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র।