কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ সন্ত্রাসবাদী
Web Desk, ABP Ananda | 09 Aug 2017 03:15 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল তিন সন্ত্রাসবাদী। সংঘর্ষস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সেখানে আরও সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সন্দেহে এখনও নিরাপত্তাবাহিনী অভিযান চালাচ্ছে বলে খবর। নিহত জঙ্গিদের পরিচয়, তারা কোন গোষ্ঠীর, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। নির্দিষ্ট সূত্রে পুলওয়ামার ট্রালের গুলাব বাগ এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাসি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। গোপন ডেরা থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। জবাব দেয় জওয়ানরাও।