লোনাভালায় মুম্বইগামী ট্রেনের উপর পাথরের চাঁই পড়ে আহত তিন যাত্রী
Web Desk, ABP Ananda | 21 Aug 2017 11:47 AM (IST)
মুম্বই: উৎকল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি। মধ্য রেলের মুম্বই ডিভিশনে লোনাভালার কাছে মুম্বইগামী হুবলি-এলটিটি এক্সপ্রেসের একটি কামরার উপর পাথরের চাঁই পড়ে আহত হলেন তিন যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুনীল উদাসি বলেছেন, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মাঙ্কি হিল ও ঠাকুরওয়াদি স্টেশনের মাঝে এস-৬ কামরার উপর পাথরের চাঁইটি এসে পড়ে। সেই সময় ট্রেনটির গতি নিয়ন্ত্রিত ছিল। লোনাভালা-কারজাট ঘাট স্টেশনের মাঝে বর্ষার সময় প্রায়ই ধস ও পাথরের চাঁই পড়ে। আজও সেটাই হয়েছে। রেলের পক্ষ থেকে আহত যাত্রীদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হবে। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়েছেন মধ্য রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে কারজাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সেটি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। এই দুর্ঘটনার জন্য অন্য কোনও ট্রেন আটকে পড়েনি।