শ্রীনগর: শ্রীনগরের বুকে জঙ্গি হামলা। পরপর দুটি হামলায় প্রাণ হারিয়েছেন কর্তব্যরত এক অফিসার সহ তিন পুলিশকর্মী।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ নাগাদ জাদিবালের মিল শপে হামলা চালায় সশস্ত্র জঙ্গিদের একটি দল। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ আহমেদ এবং হেড কনস্টেবল নাজির আহমেদের। তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়। দুজনেই জাদিবাল থানায় নিযুক্ত ছিলেন। গুলিতে গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী। থানায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
এরপর শ্রীনগরে লাল চকের কাছে টেঙ্গপুরাতে হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর জখম হন একটি সরকারি সংস্থার চেয়ারম্যানের নিরাপত্তায় নিযুক্ত কনস্টেবল মহম্মদ সাদিক। তাঁর রাইফেল নিয়ে জঙ্গিরা পালায়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। শহর ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
পুলিশ কর্মীদের নিশানা করে এমন জঙ্গি হামলা হল প্রায় তিন বছর বাদে। শেষ এ ধরনের হামলা হয়েছিল ২০১৩-র ২২ জুন। হরি সিংহ হাই স্ট্রিটে দুজন পুলিশকর্মীকে গুলিতে খুন করে সন্ত্রাসবাদীরা।
এদিকে জম্মু ও কাশ্মীর সরকার পুলিশকর্মীদের প্রাণহানিকে দুর্ভাগ্যজনক ‘আখ্যা’ দিয়েছে। উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংহ বলেছেন, সময় এসেছে যখন শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের পরিপন্থী শক্তিগুলির মোকাবিলায় আমাদের সবাইকে হাত মেলাতে হবে।
তবে নিহত পুলিশকর্মীদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, এমন ঘটনা আমাদের মনোবল দুর্বল করতে পারবে না। শান্তি, সুস্থিতি ফিরিয়ে উন্নয়নের পথে হেঁটে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার রাস্তা থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না এ ধরনের ঘটনা।
শ্রীনগরে জোড়া জঙ্গি হামলায় হত ৩ পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2016 07:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -