মুম্বই: মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের তিনটি সম্পত্তি নিলামে বিক্রি হয়ে গেল মঙ্গলবার। ১১ কোটি ৫৮ লক্ষ টাকা উঠল সম্পত্তিগুলি বেচে।
নিলাম প্রক্রিয়ায় যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ভারতে মোস্ট ওয়ান্টেড ঘোষিত অপরাধী দাউদের সম্পত্তি নিলাম করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরর্স (ফরফিচার অব প্রপার্টি) আইনে।
যে তিনটি সম্পত্তির এদিন নিলাম হল, সেগুলি হল হোটেল রৌনক আফরোজ, শবনম গেস্ট হাউস ও দামারওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘর। হোটেল রৌনক আফরোজ দিল্লি জায়কা নামেও পরিচিত।
তিনটি সম্পত্তির সর্বোচ্চ দর দিয়েছে সৈফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট, জানিয়েছেন ওই অফিসার।
রৌনক আফরোজ ৪.৫৩ কোটি টাকা দর পেয়েছে। শবনম গেস্ট হাউস ও দামারওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘরের দর উঠেছে যথাক্রমে ৩.৫২ কোটি ও ৩.৫৩ কোটি টাকা।
১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড, অন্যতম মূল অভিযুক্ত দাউদ পাকিস্তানে আশ্রয় নিয়েছে।
এর আগে দাউদের গাড়ি নিলামে কিনে গাজিয়াবাদে প্রকাশ্যে জ্বালিয়ে দেন এক ধর্মীয় নেতা।
মুম্বইয়ে ১১.৫৮ কোটি টাকায় নিলামে বিক্রি হল দাউদের তিনটি সম্পত্তি
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2017 03:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -