শ্রীনগর: ফের তুষারধসের বলি হলেন সেনা জওয়ানরা। শুক্রবার, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে তুষারধসের কবলে পড়ে প্রাণ হারালেন তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জওয়ান। ভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবর জানানো হয়েছে। এক সেনা আধিকারিক বলেন, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মাচিলের সোনা পান্দি গলিতে ২১ রাজপুত রেজিমেন্টের সেনা ছাউনির ওপর আছড়ে পড়ে ওই ধস।
ধসে চার জওয়ানের নিখোঁজ হওয়ার খবর মিলতেই, সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। চারজনকে উদ্ধার করা হলেও, ঘটনাস্থলে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে, শ্রীনগেরর বাদামিবাগে সামরিক হাসপাতালে আরও ২ জওয়ান মারা যান। গুরুতর জখম এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। মৃতেরা হলেন-- হাভিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর। আহত জওয়ানের নাম হল সেপাই বিপিন।
প্রসঙ্গত, বুধবার ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। এরপর বৃহস্পতিবার কুপওয়ারা সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় তুষারধসের সতর্কতা জারি করে কেন্দ্রের স্নো অ্যান্ড অ্যাভালাঞ্চ স্টাডি এসটাবলিশমেন্ট (সাসে)। সাসের নির্দেশিকা অনুযায়ী, বারামুল্লা জেলার ওপরদিকে লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছিল। পাশাপাশি কুপওয়ারা, বান্দিপোরা, শোপিয়ান এবং কার্গলি লেভেল-২ সতর্কতা জারি করা হয়।