তেষ্টা মেটাতে ছাত্রদের জলের বদলে অ্যালকোহল! সাসপেন্ড কর্নাটকের সরকারি স্কুলের প্রধান শিক্ষক সহ ৩
Web Desk, ABP Ananda | 13 Dec 2017 07:37 PM (IST)
বেঙ্গালুরু: এ কেমন শিক্ষক! ছাত্রদের তেষ্টা মেটাতে জলের বদলে অ্যালকোহল দেওয়ার অভিযোগে সাসপেন্ড সরকারি স্কুলের প্রধান শিক্ষক, দুই শিক্ষক। ১০ ডিসেম্বর কর্নাটকের টুমকুর জেলার একটি স্কুলের পড়ুয়াদের কয়েকটি ট্যুরিস্ট স্পটে নিয়ে গিয়েছিলেন শিক্ষকরা। ফেরার সময় ক্লান্ত বোধ করে জল খেতে চায় কয়েকজন ছাত্র। কিন্তু প্রধান শিক্ষক ও অন্যরা নিজেরাই মদের নেশায় চুর হয়ে থাকায় ছাত্রদের জলের বদলে অ্যালকোহলের বোতল দেন। বুঝতে না পেরে অ্যালকোহল পানে কয়েকজন ছাত্র অস্বস্তি বোধ করে, বমি করে ফেলে। ঘটনার কথা জেনে স্কুল পরিচালন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পড়ুয়াদের বাবা-মায়েরা। সূত্রের খবর, ডেপুটি ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন আজ বোম্মালা দেবী পুরার ওই স্কুল পরিদর্শন, তদন্ত করেন। তারপরই ওই শিক্ষকদের সাসপেন্ড করা হয়।