অসমে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ৩ এনডিএফবি(এস) জঙ্গি
Web Desk, ABP Ananda | 17 Jul 2016 11:32 AM (IST)
কলকাতা: অসমের কোকরাঝাড়ে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৩ এনডিএফবি জঙ্গির মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে কোকরাঝাড় সংলগ্ন জঙ্গলে হানা দেয় সেনা-পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা সতর্ক হয়ে যাওয়ায় শুরু গুলির লড়াই। অসম পুলিশের দাবি, বেশ কয়েকঘণ্টার গুলির লড়াইয়ে মৃত্যু হয় রাহুল বসুমাতারি ও রিতু বসুমাতারি নামে দুই শীর্ষ এনডিএফবি (সংবিজিত) জঙ্গির। উদ্ধার হয় আরেক জঙ্গির দেহ। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে অসম পুলিশের দাবি।