বাহরাইচ (উত্তরপ্রদেশ): আগের তিন স্ত্রীকে তিন তালাক দিয়েছে। চতুর্থবার বিয়ে করার সাধ হয়েছে। কিন্তু বাগড়া দিলেন আগের স্ত্রীরা। ডিভোর্স দেওয়া তিন স্ত্রী দুদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ ত্রিপাঠির কাছে দরবার করলেন দানিশ নামে ৩০ বছর বয়সি যুবকের বিরুদ্ধে। দানিশ তাঁদের আপত্তিকর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে, এমনকী একটি মেয়েকে ধর্ষণ করেছে বলেও এফআইআরে অভিযোগ করেছেন তাঁরা। পকসো ও সংশ্লিষ্ট নানা ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে প্রথম বিয়ে করে দানিশ। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার অশ্লীল এমএমএস বানিয়ে তাঁকে, তাঁর পরিবারকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করে বলে অভিযোগ। তাকে তিন তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। তবে বছরখানেক বাদে সেই স্ত্রীকেও পরিত্যাগ করে। গত বছর ২৪ অক্টোবর দানিশ এক আত্মীয়ের বাড়ি গিয়ে সেখানে এক ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে, তারপর তাকেই বিয়ে করে। তবে তারও কুরুচিকর এমএমএস বানিয়ে তার বাবা-মাকে হুমকি দেয়, সেটি চারিদিকে ছড়িয়ে দেবে।
শেষ পর্যন্ত দানিশের চতুর্থবারের বিয়ের প্ল্যান জেনে ফেলে তিনজন পুলিশের কাছে যান।
অশালীন এমএমএস বানিয়ে ৩ স্ত্রীকে তিন তালাক, চতুর্থবার বিয়ের প্ল্য়ান ভেস্তে গেল যুবকের
Web Desk, ABP Ananda
Updated at:
03 May 2017 02:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -