কোল্লাম: সাড়ে তিন বছরের খুদে শিশুকন্যাকে মারধর ও গায়ে গরম স্টোভের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল কেরলে। যার পরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কেরল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন।
কোল্লাম রুরালের পুলিশ সুপার এবং জেলা শিশু অধিকার রক্ষা আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে। পুলিশ জানিয়েছে, শিশুর মায়ের সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ভাল নয়। স্বামীর সঙ্গ ছেড়ে তিনি এক বন্ধুর বাড়িতে থাকেন।
অভিযোগ, যখন তিনি বাড়িতে ছিলেন না, সেই সময় বন্ধুর স্বামী শিশুটিকে বেদম মারধর করে গরম স্টোভে ছ্যাঁকা দেয় বলে অভিযোগ। শিশুটির কান্না শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহে, কোল্লাম জেলাতেই এক সাত-বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠে তার আত্মীয়র বিরুদ্ধে।