৩ বছরের দলিত মেয়েকে অপহরণ, ধর্ষণ
Web Desk, ABP Ananda | 31 Aug 2016 02:19 PM (IST)
ভোপাল: তিন বছরের দলিত শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ অপকর্ম সেরে মেয়েটিকে এখানে একটি সেতুর কাছে ফেলে দিয়ে গিয়েছে অপরাধী। হাসপাতালে চিকিত্সাধীন মেয়েটি সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ সিংহ চান্ডেল বলেছেন, রেলস্টেশনের কাছে ঝুপড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত বাচ্চা মেয়েটি। গতকাল রাত ১১টা থেকে সে নিখোঁজ হয়ে যায়। বাবা-মা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তবে আজ সকালে এইশবাগ থানার অধীন পুল পত্র সেতুর কাছে তার কান্না শুনে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালে ভর্তি করা হলে তাকে পরীক্ষা করে ডাক্তাররা নিশ্চিত হন যে, সে ধর্ষণের শিকার হয়েছে। অজ্ঞাতপরিচয় অপরাধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৬৩ (অপহরণ) ধারা ও শিশু যৌন হয়রানি প্রতিরোধ আইনে (পকসো) মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে নিয়ে তার বাবা-মা উত্তরপ্রদেশের মাহোবা থেকে কাজের সন্ধানে ভোপালে এসেছিল। মেয়েটির বাবা দলিত, মা আদিবাসী।