নয়াদিল্লি: আজ পশ্চিমবঙ্গ সহ দেশের ১৩ রাজ্যে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে রয়েছে বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা। সতর্কতা রয়েছে কর্ণাটক ও কেরলেও। জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। রাজস্থানে ফের ধুলো ঝড়ের সতর্কতা। অন্যদিকে, বিদর্ভে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস উদ্ধৃত করে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আজ জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড ও পঞ্জাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম রাজস্থানে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে।
ধুলোঝড়, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হরিয়ানাতেও। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বুধবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতর সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিশু ও বয়স্কদের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
আজ পশ্চিমবঙ্গ সহ ১৩ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2018 09:57 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -