গাঁধীনগর: বিজেপি শাসিত গুজরাতের গাঁধীনগরে পুরসভা ভোটে বিজেপির সঙ্গে সমানে পাল্লা দিল কংগ্রেস। বিজেপি, কংগ্রেস দু দলই পেয়েছে ১৬টি আসন। মানে টাই। মোট ৩২টি আসন। শেষ পর্যন্ত টসে নির্ধারিত হবে পুরসভা কার দখলে যাবে। বাক্স থেকে চিরকুট তুলে লটারি সিস্টেমে মেয়র ও অন্যান্য কর্তাব্যক্তিদের বাছাই করা হবে বলে জানিয়েছেন গাঁধীনগরের কালেক্টর রবি শংকর।

 

জানা গিয়েছে, ২৮টি আসনের গণনায় ১৫টি দখল করে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। বিজেপি পায় ১৩টি । শেষ দফায় বিজেপি তিনটি, কংগ্রেস ১টি আসন পায়।

 

পটেল সংরক্ষণের দাবিতে আন্দোলন, জল সঙ্কট, দুর্নীতি-নানা ইস্যুতে জেরবার হতে থাকা মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলের মুখরক্ষা হল টাইয়ে-এমনই বলা হচ্ছে।

 

গত বছর গ্রামীণ পুরসভা ভোটে বিপুল সাফল্য পেয়ে মনোবল তুঙ্গে থাকা কংগ্রেসের দাবি, গাঁধীনগরের এই ফল দেখাল, শহরের ভোটাররা এবার তাদের দিকে ঝুঁকছেন, যা ২০১৭-র বিধানসভা ভোটের আগে তাদের পাল্লা ভারী করবে।

 

গাঁধীনগর ২০১১ সালে পুরসভা হওয়ার পর ৩৩টির মধ্যে কংগ্রেস পায় ১৮টি, বিজেপি ১৫টি। তবে ২০১২-র পুর নির্বাচনে সেখানে বিজেপি পুরসভা দখল করে কংগ্রেসের তিন পুরপ্রতিনিধি শিবির বদলে তাদের ঘরে  চলে যাওয়ায়।