১৯ সেকেন্ডের এই ভিডিওতে একটি বাঘতে পর্যটকদের জিপকে তাড়া করতে দেখা গিয়েছে। ডোরাকাটাকে গাড়ির পাশাপাশি ছুটতে দেখা গিয়েছে। জিপের চালক গতি বাড়ালেও বাঘ ওই গতির সঙ্গে তাল মিলিয়েই ছুটতে থাকে। শেষপর্যন্ত গাড়িটি পিছিয়ে অন্যদিকে নিয়ে গিয়ে বাঘটিকে হার মানানো সম্ভব হয়।
ভিডিওটি সংবাদসংস্থা এএনআই শেয়ার করে। ইতিমধ্যেই প্রচুর সংখ্যায় ভিডিওটি দেখা হয়েছে।
গতমাসেই মহারাষ্ট্রে তাডোবা-আন্ধেরি টাইগার রিজার্ভে একট বাঘিনীর পর্যটকদের গাড়ি তাড়া করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল। এই ঘটনার পর বন বিভাগের আধিকারিকরা চালক ও গাইডদের বাঘের থেকে অনন্ত ৫০ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছিল।