রণথম্ভোর ন্যাশনাল পার্কে পর্যটকদের গাড়ি তাড়া বাঘের, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Dec 2019 05:59 PM (IST)
জঙ্গল সাফারির সময় বাঘের দেখা পাওয়ার ঘটনা যে কোনও পর্যটকের কাছেই অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু সেই বাঘ যদি পর্যটকদের গাড়ির পিছু ধাওয়া করে! তবে তা কিন্তু খুবই আতঙ্কজনক মুহুর্ত। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার রণথম্ভোর ন্যাশনাল পার্কে গত রবিবার এমনই ঘটনা ঘটল।
নয়াদিল্লি: জঙ্গল সাফারির সময় বাঘের দেখা পাওয়ার ঘটনা যে কোনও পর্যটকের কাছেই অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু সেই বাঘ যদি পর্যটকদের গাড়ির পিছু ধাওয়া করে! তবে তা কিন্তু খুবই আতঙ্কজনক মুহুর্ত। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার রণথম্ভোর ন্যাশনাল পার্কে গত রবিবার এমনই ঘটনা ঘটল। বাঘের গাড়ির পিছু ধাওয়া করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ সেকেন্ডের এই ভিডিওতে একটি বাঘতে পর্যটকদের জিপকে তাড়া করতে দেখা গিয়েছে। ডোরাকাটাকে গাড়ির পাশাপাশি ছুটতে দেখা গিয়েছে। জিপের চালক গতি বাড়ালেও বাঘ ওই গতির সঙ্গে তাল মিলিয়েই ছুটতে থাকে। শেষপর্যন্ত গাড়িটি পিছিয়ে অন্যদিকে নিয়ে গিয়ে বাঘটিকে হার মানানো সম্ভব হয়। ভিডিওটি সংবাদসংস্থা এএনআই শেয়ার করে। ইতিমধ্যেই প্রচুর সংখ্যায় ভিডিওটি দেখা হয়েছে। গতমাসেই মহারাষ্ট্রে তাডোবা-আন্ধেরি টাইগার রিজার্ভে একট বাঘিনীর পর্যটকদের গাড়ি তাড়া করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল। এই ঘটনার পর বন বিভাগের আধিকারিকরা চালক ও গাইডদের বাঘের থেকে অনন্ত ৫০ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছিল।