পুনে: ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেস সাংসদ রোহিত তিলক। সম্পর্কে তিনি প্রবাদপ্রতিম দেশনেতা বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র।

গতকাল গভীর রাতে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। অভিযোগকারিণীর দাবি, তাঁকে অস্বাভাবিক যৌনকর্মে বাধ্য করেছেন তিনি।

২০১৪-য় মহারাষ্ট্র বিধানসভা ভোটে পুনের কসবা পেঠ থেকে ভোটে হেরে যান রোহিত।

তিনি শুধু বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র ও জয়ন্তরাও তিলকের নাতি নন, তিনি বরিষ্ঠ কংগ্রেস নেতা। অভিযোগকারিণী ও রোহিত তিলক পরস্পরকে কয়েক বছর ধরে চিনতেন বলে পুলিশ জানিয়েছে।

মহিলা অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রোহিত বারবার ধর্ষণ করেছেন তাঁকে।