নয়াদিল্লি: উত্তর আফগানিস্তানে সেনা ছাউনিতে তালিবান হামলায় ১০০-র বেশি সেনা হতাহত হওয়ার ঘটনার কঠোর ভাষায় নিন্দা করল ভারত। দিল্লি বলেছে, এই হামলাই বুঝিয়ে দিচ্ছে, আফগান সীমান্তের বাইরে জঙ্গিদের নিরাপদ ঘাঁটিগুলো ধ্বংস করা কতটা জরুরি।

বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের পাশে রয়েছে তারা।

আফগান শহর মাজার ই শরিফের কাছে সেনা ছাউনিতে গতকাল সংঘবদ্ধভাবে হামলা চালায় তালিবান জঙ্গিরা। মসজিদে প্রার্থনারত সেনাদের ওপর হামলা চলে, হামলা চলে খাবার ঘরেও। এতে হতাহত হন ১০০-র বেশি সেনা। বিদেশমন্ত্রক বলেছে, এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে, সীমান্তের ওপার থেকে যারা আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের জিইযে রাখে, সেই নিরাপদ ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া কতটা প্রয়োজন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আফগানিস্তানে জঙ্গি হামলায় দুঃখপ্রকাশ করেছেন। যে পরিবারগুলি তাদের আপনজনকে হারাল, তাদের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি।