দেহরাদুন: ফের বেলাগাম বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। তাঁর নয়া বিস্ফোরক মন্তব্য, ভারতকে মুসলিম-মুক্ত করার সময় এসেছে।
সাধ্বীর এহেন মন্তব্য নতুন নয়। তাঁর নয়া সংযোজন, কংগ্রেস মুক্ত ভারত গড়ার অভিযান সফল হয়েছে। এবার দেশ থেকে মুসলিমদের দূর করতে হবে। আমরা সেই চেষ্টা শুরু করেছি।
সাধ্বী আরও বলেছেন, উত্তরাখণ্ডের রুরকিতে একটি দোকান উচ্ছেদ ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষে ৩২ জন আহত হয়েছেন। খানপুরে সম্প্রতি মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে আসা বিধায়ক কুঁয়ার প্রণব সিংহ চ্যাম্পিয়নের বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীদের অভিযোগ, তাদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছেন বিধায়কের সমর্থকরা। এই হামলা পূর্ব পরিকল্পনামাফিক চক্রান্তের ফল।
উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষে সাধ্বী। তাঁর মতে, বিজেপি যদি আদিত্যনাথকে সামনে রেখে লড়াই করে, তাহলে ৩০০ আসনে জয়লাভ করবে।
ফের বেলাগাম সাধ্বী প্রাচী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 03:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -