জম্মু: কাশ্মীরে শান্তি ফেরাতে প্রচলিত প্রথার বাইরে গিয়ে নতুন কিছু পথ অবলম্বন করতে হবে বলে মনে করছেন সেনাবাহিনীর শীর্ষ কর্তা।


‘কাশ্মীর ব্যাক টু প্যারাডাইস’ – শীর্ষক একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে সেনা উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা জানান, পরিস্থিতি যেখানে থমকে রয়েছে, তার থেকে বেরনোর জন্য নতুন ভাবনা সৃষ্টি করতে হবে। উদ্ভাবনী হতে হবে।


সেনাকর্তা বলেন, রাজনৈতিক বা অরাজনৈতিক—সব ধরনের মতামত গ্রহণ করতে হবে এবং সর্বস্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করতে হবে। যদিও একইসঙ্গে তিনি জানান, এটা ঘটনা যে, আলোচনা বা মিটমাটের প্রচেষ্টায় বহু বাধা আসবে। কিন্তু, তার মোকাবিলা করতে হবে।


সুব্রত সাহা মনে করেন, কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তি একমাত্র মিটমাটের মাধ্যমে সম্ভব, আর তার জন্য আলোচনার প্রয়োজন। তিনি বলেন, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হলে সবচেয়ে উপকৃত হবেন এরাজ্যের বাসিন্দারা। তাই যাই উদ্যোগ নেওয়া হোক না কেন, শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত। না হলে, যাই করা হোক না কেন, কোনও অগ্রগতি হবে না।


দীর্ঘদিন কাশ্মীরস্থিত সেনাবাহিনীর ১৫ কোরের কম্যান্ডারের পদে আসীন ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। সেই সুবাদে তিনি বলেন, সবার আগে কাশ্মীরবাসীদের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। কারণ, নিরাপত্তা না থাকলে উন্নয়ন সম্ভব নয়।