নয়াদিল্লি: ৭০ তম স্বাধীনতা দিবসে বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’র উদ্দেশ্য পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা। এ কথা জানিয়েছেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেছেন, ইসলামাবাদের বেআইনি দখলদারি থেকে পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে মুক্ত করে ওই ভূখণ্ড ভারতের অন্তর্ভূক্ত করাই ‘তিরঙ্গা যাত্রা’র লক্ষ্য। তাঁর দাবি, আগামী বছরেই পাক অধিকৃত কাশ্মীরে উড়বে তিরঙ্গা।
উল্লেখ্য, গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরও ভারতের। এই ভূখণ্ডকে পাকিস্তানের কবলমুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে জিতেন্দ্র কুমার বলেছেন, পাক অধিকৃত কাশ্মীর এবং সেইসঙ্গে গিলগিট-বাল্টিস্তানের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।
সীমান্তবর্তী জেলা কাঠুয়ায় ‘তিরঙ্গা যাত্রা’র সূচনা হয়। জিতেন্দ্র কুমার বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সুস্পষ্ট অবস্থান রয়েছে এবং কঠোরভাবে এর মোকাবিলা করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যে তরুণদের জিহাদের নামে ভুলপথে চালিত করা হয়, তারা দরিদ্র পরিবারের সন্তান। তাদের মূলস্রোতে নিয়ে আসার ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘তিরঙ্গা যাত্রা’ তখনই সফল হবে যখন পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ ও কোটলিতে ভারতের জাতীয় পতাকা উড়বে।
পাকিস্তানের কব্জা থেকে অধিকৃত কাশ্মীরকে মুক্ত করাই ‘তিরঙ্গা যাত্রা’র লক্ষ্য, বললেন মোদীর মন্ত্রী জিতেন্দ্র সিংহ
ABP Ananda, web desk
Updated at:
14 Aug 2016 05:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -