লখনউ: প্রজাতন্ত্র দিবসে তেরঙা যাত্রা নিয়ে উত্তর প্রদেশের কাসগঞ্জে যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। শহরের বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সকালেও একটি দোকানে লাগানো হয়েছে আগুন। প্রশ্ন উঠেছে, শহরে নিশ্ছিদ্র পুলিশি পাহারা রয়েছে বলে দাবি করা হলেও এমন ঘটনা নতুন করে কীভাবে ঘটল।


পুলিশ অন্তত ৪৯জনকে গ্রেফতার করেছে বলে খবর। কাসগঞ্জের সীমানা সিল করে দিয়ে ১৪৪ ধারা রুজু করা হয়েছে।

২৬ তারিখের ঘটনায় ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়। গতকাল তাঁর শবের অন্তিম সংস্কারের পর ফের হিংসা ছড়িয়ে পড়ে। বেছে বেছে আগুন ধরানো হয় কিছু দোকানে। ফলে এক জায়গায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল সেখানে পৌঁছতে না পৌঁছতে অন্য জায়গা থেকে আগুন লাগার খবর এসে পড়েছে। গতকাল বেশ কিছু বাসের ওপরেও চলেছে হামলা।

পরিস্থিতি দেখে গতকাল সন্ধে থেকে শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। রাস্তায় টহল দিচ্ছে আধাসামরিক বাহিনী। তবে এরপরেও কাসগঞ্জে ৬টি দোকান, ৩টি বাস ও বেশ কয়েকটি গাড়ির ওপর হামলা চলেছে।