এটিএম-এর বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষায়, অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ তরুণীর
Web Desk, ABP Ananda | 13 Nov 2016 08:38 PM (IST)
নয়াদিল্লি: এটিএম বা ব্যাঙ্কের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্য্যের বাঁধ ভাঙছে অনেকেরই। কোথাও উত্তেজিত মানুষজন ভাঙচুর করছে বলে অভিযোগ উঠছে আবার কোথাও চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এবার অন্যরকমভআবে প্রতিবাদ জানালেন দিল্লির এক তরুণী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টাকা না পেয়ে প্রকাশ্যেই টপলেশ হয়ে প্রতিবাদ জানান তিনি। টাকা তোলার জন্য নয়াদিল্লির ময়ূরবিহার এলাকার একটি এটিএম-এ যান ওই তরুণী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মেলেনি টাকা। তাই অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানান তিনি। তাঁকে গাজিয়াবাদ থানায় নিয়ে যান মহিলা পুলিশকর্মীরা।