আচমকা নিখোঁজ তিস্তা শেতলওয়াড় কাণ্ডে অভিযুক্ত আমলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2016 02:34 AM (IST)
নয়াদিল্লি: তিস্তা শেতলওয়াড়ের ফাইল হারানো কাণ্ডে অভিযুক্ত আমলা আনন্দ জোশী হঠাৎ নিখোঁজ হয়েছেন। গাজিয়াবাদে নিজের বাড়িতেই সোমবার ভোর থেকে পাওয়া যাচ্ছে না তাঁকে। এক চিঠিতে তিনি লিখেছেন, তাঁকে দেশভক্তির সাজা পেতে হচ্ছে। এ জন্য গত কয়েক মাস ধরে মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাই শান্তির প্রয়োজন। সন্তানদের দিকে নজর রাখার জন্যও স্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। আনন্দ জোশীর বিরুদ্ধে অভিযোগ, নানা দুর্নীতিতে অভিযুক্ত সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের অপরাধের প্রমাণ বহনকারী ফাইল নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তিনি। এ জন্য তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। আনন্দ অবশ্য দাবি করেন, ওপরমহলের চাপেই তিনি এমন করতে বাধ্য হন। তাঁর স্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের দুই উচ্চপদস্থ কর্মী বি কে জোশী ও বি কে প্রসাদের বিরুদ্ধে হয়রান করা ও শাসানোর মত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। তাঁদের দাবি, গোটা ঘটনার ঠিকমত তদন্ত হোক, ব্যবস্থা নেওয়া হোক বি কে প্রসাদের বিরুদ্ধে। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে তাঁরা আবেদনও করেছেন। আনন্দের নিখোঁজ হওয়ায় ব্যাপারে খোঁজখবর শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ। ওঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে তারা।