নয়াদিল্লি: গণপিটুনি নিয়ে এবার সংসদ ভবন চত্বরে ধর্নায় বসল তৃণমূল। আজ  বেলা সাড়ে দশটা থেকে ধর্না অবস্থান করেন তৃণমূল সাংসদরা।

এর আগে, এই ইস্যুতে সংসদের অধিবেশনেও সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যার অভিযোগে আজ সংসদ ভবন চত্বরে বাম সাংসদদেরও ধর্না অবস্থান কর্মসূচি রয়েছে।

রাজ্যসভাতেও তৃণমূল তোলে রাজস্থানের আলোয়ারে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের প্রসঙ্গ। জিরো আওয়ারে ইস্যুটি তোলেন সাংসদ শান্তা ছেত্রী। দাবি করেন, গণপিটুনি রুখতে আইন প্রণয়ন করতে হবে। শান্তা বলেন, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর গণপিটুনিতে ৮৮ জনের প্রাণ গিয়েছে। সুপ্রিম কোর্টও গণপিটুনি রুখতে আইন প্রণয়ন করতে বলেছে। তাঁর প্রশ্ন, এ ধরনের ঘটনা রুখতে এখনও পর্যন্ত ঠিক কী কী পদক্ষেপ করেছে সরকার।
অন্যান্য বিরোধী দলগুলিও এই ইস্যুতে হাত তুলে তাদের সমর্থন ব্যক্ত করে। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু মন্তব্য করেন, তাঁর আশা, কেন্দ্র বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবে।