বিজেপি কর্মীদের বেছে বেছে খুন করছে তৃণমূল: স্মৃতি
Web Desk, ABP Ananda | 02 Jun 2018 07:10 PM (IST)
আমদাবাদ: পুরুলিয়ায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতকে খুনের অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। তিনি বলেছেন, ‘যে দলগুলি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করছে, তাদের মধ্যে আছে পশ্চিমবঙ্গের শাসক দল। এই বিরোধী দল বেছে বেছে বিজেপি কর্মীদের খুন করছে। এই বিষয়টি শুধু বিজেপি-র চিন্তার কারণ নয়। সারা দেশের সমস্যা। পশ্চিমবঙ্গ সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে ন্যায়বিচারও দিতে পারেনি তারা। গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে।’ বুধবার পুরুলিয়ার বলরামপুরে একটি গাছ থেকে ত্রিলোচনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি অভিযোগ করে, তৃণমূলই তাদের কর্মীকে খুন করেছে। রাজ্যের শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। এরই মধ্যে আজ বলরামপুরেই একটি হাইটেনশন তারের টাওয়ার থেকে অপর এক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। জাতীয় পর্যায়েও বিষয়টি নিয়ে সরব বিজেপি।